Home | দেশ-বিদেশের সংবাদ | আজাদ কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৩

আজাদ কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৩

আন্তর্জাতিক ডেক্স : পাকিস্তানশাসিত কাশ্মীর বা আজাদ কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) বিকেলে দেশটির পালান্দ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পথিমধ্যে সেটি ব্রেক ফেল করে প্রথমে পাহাড়ের গায়ে ধাাক্কা খায়, এরপর গড়িয়ে প্রায় ৫০০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়।

স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়। হতাহতদের তহসিল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পালান্দ্রির উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। সূত্র : জিও টিভি, শামা টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!