Home | অন্যান্য সংবাদ | আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

quran-20181208144050

ধর্ম ডেস্ক : কুরআন আল্লাহর কিতাব। আর তা হেফাজতের দায়িত্বও তার। তাইতো ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেলেও অক্ষত থাকে পবিত্র কুরআনুল কারিম। এমনই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পবিত্র কুরআন রয়েছে অক্ষত। চারপাশের সাদা কাগজ পুড়ে গেলেও তার আয়াত পুড়েনি।

গত মঙ্গলবার রাতে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কোদালিয়া গ্রামের অধিবাসী জাহিদ মোল্লার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেলেও পবিত্র কুরাআনুল কারিম ছিল অক্ষত।

এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ কুরআনুল কারিম হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কুরআন হেফাজতের কথা উল্লেখ করে বলেন-

‘নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি, আর আমিই এর হেফাজতকারী।’ (সুরা হিজর : আয়াত ৯)

এ আয়াতের ঘোষণা অনুযায়ী ভয়াবহ অগ্নিকাণ্ডে কুরআনের হেফাজতই মহান আল্লাহ তাআলার প্রতিশ্রুতির প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!