Home | লোহাগাড়ার সংবাদ | আগামীকাল lohagaranews24.com’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

আগামীকাল lohagaranews24.com’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

298

এলনিউজ২৪ডটকম : আগামীকাল ৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় lohagaranews24.com’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। লোহাগাড়া বটতলীস্থ হাজী বদিউর রহমান মার্কেটে lohagaranews24.com কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রকাশ করেছেন  মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক এবং lohagaranews24.com’র উপদেষ্টা লোহাগাড়ার কৃতিসন্তান মোহাম্মদ মহিউদ্দিন মাহী।

এছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক এবং সুধীবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সকল শুভাকাক্সিক্ষদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন lohagaranews24.com কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!