Home | লোহাগাড়ার সংবাদ | আখেরী মোনাজাতের মাধ্যমে ১৯ দিনব্যাপী চুনতীর সীরত মাহফিল সমাপ্ত

আখেরী মোনাজাতের মাধ্যমে ১৯ দিনব্যাপী চুনতীর সীরত মাহফিল সমাপ্ত

120

এলনিউজ২৪ডটকম : আশেকে রাসুল (সঃ) অলিকুল শিরোমনি মোজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সঃ) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাঃ আঃ) শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ঐতিহ্যবাহী লোহাগাড়ার চুনতী সীরত ময়দানে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের আখেরী মোনাজাতের মাধ্যমে ২৯ ডিসেম্বর দিনগত ভোররাতে সমাপ্ত হয়েছে।

লাখো মুসল্লীর উপস্থিতিতে আখেরি মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতী। মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সমাজসেবক মাওলানা মাহফুজুর রহমান ছিদ্দিকী। মাহ্ফিলে নির্ধারিত বিষয়ে আলোচনা করেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ্ মাওলানা কুতুব উদ্দিন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহ্সান সাইয়্যেদ, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইয়িদ আবু নোমান, মরহুম শাহ্ সাহেব কেবলার ঘনিষ্ট সহচর মাওলানা কাজী নাছির উদ্দীন, মুহাদ্দিছ শাহ্ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা খন্দকার মাহবুবুল হক, মাওলানা জাকারিয়া আল হোসাইনি, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি প্রমুখ।

সমাপনী বক্তব্য রাখেন মরহুম শাহ্ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। এ সময় উপস্থিত ছিলেন শাহ্ সাহেব কেবলার দৌহিত্র ও মোতাওয়াল্লি কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও তৈয়বুল হক বেদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!