_____ফরিদা আক্তার_____
অবচেতন মনে, ব্যস্ততার ভিড়ে
হঠাৎ তোমার ফিরে আসা স্মৃতিতে
কত শত কল্পনা জেগে উঠে মনে।
আচ্ছা, এখন কি কেউ তোমায়
দূর সমুদ্রের তটে যেতে বায়না ধরে?
সূর্যাস্তে কাঁধে মাথা রাখতে
কেউ কি তোমায় জড়িয়ে ধরে?
মাঝে মাঝে কেউ কি অজানা অরণ্যে যেতে চায় তোমার হাত ধরে?
এখন আমার বাড়াবাড়ি নেই
তোমার জীবনে।
কত বিরক্ত করেছি তোমায়
স্মরণ করি মনে…
হঠাৎ রাত্রে বাহিরে গিয়ে আইস্ক্রিম খেতে কেউ কি জোর করে?
তুমি ঘরে ফিরলেই কি কেউ তোমাকে জড়িয়ে ধরে?
রাগে অনুরাগে কেউ কি তোমায়
শুষ্ক ঠোঁঠ সিক্ত করতে আবদার করে?
এখন নিশ্চয় আমার মত এসব কষ্ট কেউ দেয় না তোমায়?
ভালোই আছো, ভাবছি…
আমার দেওয়া যন্ত্রণা পেতে
আর ফিরতে হয় না আমার ঘরে,
ভেঙে দিয়েছো সংসার।
এখন আমিও তোমার নই,
তুমিও নও আমার ।