ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | অদৃশ্য এক ক্ষুদ্র কীট

অদৃশ্য এক ক্ষুদ্র কীট

____কাজী মোহাম্মদ শাহজাহান____

তবু মানুষ নাক উঁচা তোর,
মনের বড়াই কমে না।
একের পরে দুই পেয়ে যাও,
চাওয়ার ইচ্ছে দমে না।

ক্ষুদ্র পোকা, কেমনে এলো,
কী করা যায় তারে ?
আটশ কোটি মানুষ ভাবে,
কে কি কি পারে!

ঘরে বন্দী সিংহ পুরুষ,
হুঙ্কারে এক কীট।
যুদ্ধ জাহাজ, বোমা,
রসদ ঠেকিয়ে আছে পিঠ।

মরার ভয়ে মরছে মানুষ,
রাজা-প্রজা সমান।
বন্ধু-সাথী মিথ্যে সব,
এই একটাই পরাণ

ভাবতে শিখো ভাবের মানুষ,
কার ইশারায় কী ?
কোথাকার এক তুচ্ছ কীট,
ভাবতে শরম ছি: !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!