নিউজ ডেক্স : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৫৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ও শনিবার পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ।
ডিএমপি আরও জানিয়েছে, এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন জাল টাকা ব্যবসায়ী, ৬ জন মাদক ব্যবসায়ী এবং ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১ হাজার ১৫০ পিস ইয়াবা, ৭৫ লাখ টাকার জাল নোট এবং ছিনতাই করা ১২টি মেবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জাননো হবে বলে জানিয়েছে ডিএমপি।