- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রী-বোনকে মারধর, থানায় মামলা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পুটিবিলায় মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রী এবং বোনকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মো. ওসমান গণী (৫১)। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান মাঝের পাড়ার মৃত আবদুর রহিমের পুত্র ও গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক। মামলায় ৬ জনকে এজাহারভূক্ত ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনারদিন গত ১৭ এপ্রিল রাতে মামলার বাদি মাদ্রাসা শিক্ষক ওসমান গণি গ্রাম্য চায়ের দোকানে চা পান করতে যান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ইউনিয়নের মাঝের পাড়ার এক মুদির দোকানের সামনে গতিরোধ করে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্ত্রী জোসনা আক্তার রুবি (৪৫) ও বোন কমরুন্নাহার (৩২) এগিয়ে আসলে আসামিরা তাদেরকেও হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

চুনতিতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় তানভির জামান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীর বাড়ির বদিউজ্জামানের পুত্র। শুক্রবার (১৯ এপ্রিল) জুমার নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে তারা কয়েকজন বন্ধু একাধিক মোটরসাইকেল যোগে কক্সবাজার যাচ্ছিলেন। রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এলাকায় পৌঁছলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তানভিরের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হন। সহযাত্রীরা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানভির স্থানীয় একটি ফিলিং স্টেশনের হিসাব বিভাগে চাকুরী করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তানভির জামান সবার বড়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি তাদেরকে কেউ অবগত করেনি।

লোহাগাড়ায় ছাদ থেকে পড়ে হেফজখানা ছাত্রের মৃত্যু

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ছাদ থেকে পড়ে শাহরিয়ার নাফিজ (১০) নামে এক হেফজখানা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর ইউনিয়নের দরবেশহাট রোডের কাজীর পুকুর পাড়স্থ ফোরকান টাওয়ারে এই ঘটনা ঘটে। শিশু নাফিজ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নালারকুল এলাকার প্রবাসী জসিম উদ্দিনের পুত্র।

জানা যায়, ফোরকান টাওয়ারের ৯ম তলায় দীর্ঘদিন যাবত আল কুরআনুল কারীম ইনস্টিটিউট নামে একটি হেফজখানা পরিচালিত হয়ে আসছে। ঘটনারদিন ঈদের ছুটি শেষে হেফজখানার কার্যক্রম শুরু হয়। অন্যান্য ছাত্রদের মতো দুপুরে শিশু নাফিজের মা তাকে বাড়ি থেকে এনে হেফজখানায় দিয়ে চলে যান। কিন্তু নাফিজকে জোরপূর্বক বাড়ি থেকে হেফজখানায় নিয়ে আসা হয়েছে। তাই সে হেফজখানা থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিল বলে শিশুর স্বজন সূত্রে জানা গেছে।

হেফজখানার পরিচালক আবদুল মজিদ জানান, ঈদের ছুটি শেষে বুধবার হেফজখানার কার্যক্রম হয়েছে। অন্যান্য ছাত্রদের মতো শিশু শাহরিয়ার নাফিজও দুপুরে হেফজখানায় চলে আসে। বিকেলে সকল ছাত্রদের সাথে সেও নাস্তা করেছে। সন্ধ্যায় নাফিজ সকলের অগোচরে ৯ তলার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। এই সময় ছিটকে পড়ে ভবনের ৩য় তলায় গিয়ে আটকে যায়। এতে সে গুরতর আঘাতপ্রাপ্ত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ও পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি রাশেদুল ইসলাম জানান, ছাদ থেকে পড়ে নিহত হেফজখানা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

লোহাগাড়ায় স্টেশন মাস্টারকে মারধর করে ১০ লাখ টাকার ব্যাটারি চুরি

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম: দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের লোহাগাড়া স্টেশনের স্টেশন মাস্টারকে মারধর করে রেললাইনের সিগনাল কাজে ব্যবহৃত ৯টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে লোহাগাড়া রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

গত রোববার (১৪ এপ্রিল) এই ঘটনায় স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উপজেলার চুনতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী রাস্তার মাথা এলাকার শাহ আলম প্রকাশ প্রল্টুর পুত্র মিসবাহ উদ্দিন প্রকাশ মিজু (২৬) ও আধুনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেটান পাড়ার সিরাজ মিয়ার পুত্র জয়নাল মিয়াকে (২৪) এজাহারনামীয় ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাররাতে আসামিরা অবৈধ জনতাবদ্ধ হয়ে লোহাগাড়া রেল স্টেশনে প্রবেশ করে। তারা স্টেশনের স্টেশন মাস্টারকে মারধর ও ভাংচুর করে রেল লাইনের সিগনাল কাজে ব্যবহৃত ৯টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে গত রোববার (১৪ এপ্রিল) রেলওয়ে পুলিশের তৎপরতায় স্টেশনের অদূরে ধান ও বেগুন ক্ষেত থেকে চুরি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল ইসলাম জানান, স্টেশন মাস্টারকে মারধর ও ব্যাটারি চুরির ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশী অভিযানে চুরি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

লোহাগাড়ায় মাদকাসক্ত যুবককে দুই মাসের কারাদন্ড

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মো. মাঈনু উদ্দিন হাসান (৩০) নামে মাদকাসক্ত এক যুবককে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব পদুয়া হাঙ্গরকুল বকসু বাপের বাড়ির নজরুল ইসলামের পুত্র।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

তিনি জানান, মাদকাসক্ত যুবকের মা-বাবা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই যুবক বসতবাড়ির আঙ্গিনায় মাদকসেবক করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় হয়েছে। পরে পরোয়ানা বাস্তবায়নের জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

লোহাগাড়ায় মাদকাসক্ত দুই যুবককে কারাদন্ড

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে মাদক সেবক করে গাড়ি চালানোর অপরাধে দুই যুবককে ৭ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

এই সময় সাথে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন, উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ ইলিয়াছ রুবেলসহ পুলিশ ও আনসার সদস্যরা।

দন্ডপ্রাপ্ত হল উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়ার মৃত আহমদ কবিরের পুত্র তৌহিদুল ইসলাম (২৭) ও চন্দনাইশ উপজেলার দোহাজারি অলি বেগ বাড়ির ইছহাক ফকিরের পুত্র জাহাঙ্গীর আলম (৪০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। এই সময় মাদক সেবক করে যাত্রীবাহী বাস চালানোর অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া তাদের কাছে পাওয়া দুই বোতলে এক লিটার চোলাইমদ ধংস করে দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লোহাগাড়ায় ভূমি আইনে পরোয়ানাভূক্ত দুই আসামি গ্রেপ্তার

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভবানীপুর ডাক্তার আজিজ পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মোহাম্মদ মামুনর রশীদ (৪৮) ও হারুনুর রশিদের স্ত্রী মাহমুদা খানম আরজু (৩৮)।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা ২০২৩ সনের ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের ধারায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তারা পুলিশ চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

লোহাগাড়ায় জব্দকৃত বালুর নিলাম ডাকে অংশগ্রহণে বাধা দেয়ার অভিযোগ

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিভিন্নস্থান থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দের পর নিলাম ডাকে অংশগ্রহণে বাধা প্রদান অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩ এপ্রিল) এই ব্যাপারে ভূক্তভোগি ৪ জন পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারিরা হলেন, স্থানীয় নুরুল হক, মো. বোরহান উদ্দিন, মোজাম্মেল হক ও মো. রেজাউল করিম।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্নস্থান থেকে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ২৮ হাজার ঘনফুট বালু জব্দ করে উপজেলা প্রশাসন। বুধবার আধুনগর এলাকায় অবস্থতি চুনতি ইউনিয়ন ভূমি অফিসে জব্দকৃত বালুর নিলাম ডাকের দিন ধার্য্য ছিল। অভিযোগকারিরা জব্দকৃত বালুর নিলাম ডাকে অংশগ্রহণ করতে গেলে অভিযুক্ত তৌহিদুল ইসলাম, লাবলু, মো. জিহান ও মো. এরশাদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদেরকে ভূমি অফিসে গেইটে বাধা প্রদান করেন। এছাড়া অভিযুক্তরা তাদেরকে অশ্লিল ভাষায় গালিগালাজসহ নানা ধরণের হুমকি-ধমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অভিযোগকারিরা নিলামের ডাকে অংশগ্রহণ করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

চুনতি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. ইদ্রিস জানান, ভূমি অফিসের ভেতরে কোন ধরণের ঘটনা ঘটেনি। তবে অফিসের বাইরে জব্দকৃত বালুর নিলাম ডাকে আসা কয়েকজনকে বাধা প্রদান করার কথা শুনেছেন। তবে সর্বোচ্চ ৭ টাকা ধরে জব্দকৃত প্রতি ঘনফুট বালু নিলাম দেয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, অভিযোগের ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমি মানুষের সেবক, আমাকে মতলব ভাই সম্বোধন করবেন

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

আমি আপনাদের মোতালেব ভাই। আমাকে মোতালেব ভাই বলে ডাকলে খুশি হবো। যেকোনো সময় যে কেউ আমার বাসায় আসতে পারবেন। মাহে রমজান বরকতময় মাস। সবার সাথে বসে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চলমান থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে পাঁচটি বছর মানুষের সেবা করতে পারি এবং দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করবেন যাতে উন্নয়ন কর্মকাণ্ডের ধারা চলমান থাকে।

আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে কলাউজান ডাক্তার এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এমএ মোতালেব সিআইপি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন কলাউজান ডাক্তার এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কাশেম মিয়া ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ ও কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুহাম্মদ ইছহাকের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দু’শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দুই হাজার রোজাদারদের জন্য ইফতার গ্রহণের ব্যবস্থা করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউসুফ।

লোহাগাড়ায় কুড়িয়ে পাওয়া তরতাজা কাটা আঙ্গুলটি কার?

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় হাত থেকে বিচ্ছিন্ন একটি কাটা আঙ্গুল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলাচলের রাস্তা থেকে আঙ্গুলটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. তাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় স্কুলের সামনে রাস্তায় বাচ্চারা খেলাধুলা করছিল। এই সময় তারা একটি কাটা আঙ্গুল রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে আঙ্গুলটি উদ্ধার করে নিয়ে যান। তবে আঙ্গুলটি কোথা থেকে কিভাবে সেখানে এসেছে সেটা জানাতে পারেননি তিনি।

লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কাটা আঙ্গুলটি উদ্ধার করা হয়। আঙ্গুলটি এখনো তরতাজা। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ ঘন্টা আগে আঙ্গুলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়েছে। তবে এই ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, এই ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেন নাই। কাটা আঙ্গুলের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।