- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়ায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে দুই কিশোর আহত

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় একদল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে অপর দুই কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হল উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ার মো. দেলোয়ারের পুত্র মো. নোমান (১৮) ও আধুনগর ইউনিয়নের আকতারিয়া পাড়ার মনজুর আলমের পুত্র মো. রাকিব (১৭)। এরমধ্যে নোমানকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। তারা দু’জনই পেশায় টাইলস মিস্ত্রি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত কিশোর রাকিব সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ১০/১২ জনের একদল কিশোর টি-শার্ট নিয়ে ঝগড়া করছিল। এ সময় নোমান ও রাকিব তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে কিশোর দলের একজন অতর্কিতভাবে তাদেরকে ছুরিকাঘাত করে। এতে নোমানের ঘাড়ে ও রাকিবের হাতের বাহুতে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।

আহতের বন্ধু রিয়াদ জানান, গুরতর আহত নোমানকে চট্টগ্রামের নিয়ে যাবার পথে পথিমধ্যে তার মা স্ট্রোক করেন। তাকে পটিয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নোমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ছুরিকাঘাতে আহতের ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অ্যাসাইনমেন্টে নম্বর পেতে গাছ লাগাতে হবে

Posted By admin On In ফটোফিচার,শিক্ষাঙ্গন,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : সারা দেশে তাপদাহ বহমান। রাজধানীর মানুষও পড়েছে চরম বিপাকে। বাতাস পেতে গাছের অভাব বোধ করছেন সবাই। তাই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন অনেকেই। সেটিকেই গুরুত্ব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ।

মূলত পরিকল্পনাটি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতারের। তথ্যটি নিশ্চিতও করেছেন তিনি। ড. শারমীন আখতার ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ল্যান্ড ইউজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল কোর্সের শিক্ষকতা করেন। পরিবেশ ও আবহাওয়ার বর্তমান অবস্থা পর্যবেক্ষণের পর নিজ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে নম্বর দিতে প্রতিজনকে গাছ লাগাতে বলেছেন তিনি।

নম্বর পেতে কোর্সের প্রতিটি শিক্ষার্থীকে গাছ বা চারা রোপণ করতে হবে। সে চিত্র ছবির মাধ্যমে তার কাছে পাঠালেই কোর্স অ্যাসাইনমেন্টের নম্বর মিলবে।

শিক্ষার্থীদের বলা হয়েছে, কোর্সের এসাইনমেন্টে নম্বর পেতে আসন্ন ঈদুল আযহার মধ্যে একটি করে গাছ লাগাতে হবে শিক্ষার্থীদের।

ড. শারমীন আখতার বলেন, কোর্সের সাথে সম্পর্কিত হওয়ায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ নির্দেশনা দিয়েছি। পরিবেশের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

শিক্ষার্থীরাও তাদের বিভাগীয় প্রধানের এমন পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমনা আক্তার বলেছেন, জলবায়ু পরিবর্তনে বর্তমানে সারা বাংলাদেশে যে তাপদাহ চলছে, তা প্রতিরোধে আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার উপযুক্ত সময় চলে এসেছে। এমন অবস্থায় আমাদের শিক্ষক শ্রেণিকক্ষের পারফরম্যান্সের জন্য নির্ধারিত নম্বর পেতে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।

ম্যাডামের নির্দেশনা পেয়ে আমরা আনন্দিত। কারণ, আবহাওয়া ও জলবায়ুর বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের যে জরুরি প্রয়োজন দেখা দিয়েছে, সেখানে এ পদক্ষেপটি সুন্দর সূচনা। -বাংলানিউজ

লোহাগাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শনে নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী 

Posted By admin On In ফটোফিচার,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

লোহাগাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা, স্থানীয় সাংসদের সহধর্মিণী, সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত রিজিয়া রেজা চৌধুরী।

২১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের চক্ষু হাসপাতাল প্রতিটি কক্ষসহ অপারেশন থিয়েটার পরিদর্শন করে তিনি সন্তষ্টি প্রকাশ করেন।

পিতা হত্যার বিচারের দাবীতে দুই শিশুকন্যা

Posted By admin On In ফটোফিচার,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

পিতার খুনিদের দ্রুত প্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে নিহত ব্যবসায়ীর দুই শিশুকন্যা লাবিবা মকসুরাত (১২) ও রাকিকাত মসুরাত (৬)।

শনিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি বাজারে ‘চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে এ দাবী জানায় শিশুকন্যারা।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকার বাসা থেকে ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা।

ব্যবসায়ী লতিফ উল্লাহ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সূফি মিয়াজি পাড়ার মৃত ইলিয়াস সওদাগরের পুত্র। সে চুনতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ সালের ছাত্র ছিলেন। ছবি ও প্রতিবেদন এলনিউজ২৪ডটকম।

বিজয় দিবসে

Posted By admin On In ফটোফিচার,শীর্ষ সংবাদ | No Comments

লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকএসোসিয়েশনের সাধারণ সম্পাদক, লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী আরমান বাবু রোমেল।

লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Posted By admin On In ফটোফিচার,ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : “ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লোহাগাড়ায়ও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সকালে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে র‌্যালী, বিনামূল্যে ইনসুলিন, ঔষুধ, লিপলেট বিতরণ করা হয়েছে। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেয়া হয়।

দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও লোহাগাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রোমেল, পরিচালক রাশেদুল হক, হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবসে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালে যেসব কর্মসূচি করেছে তা শ্রশংসনীয়। যথাযথ পরামর্শ পেলে একজন ডায়াবেটিস রোগি চিকিৎসকের ওপর নিভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন। সকল ডায়াবেটিস রোগিদের সচেতন থাকতে হবে।

করোনা যোদ্ধার সম্মাননা গ্রহণ

Posted By admin On In ফটোফিচার,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা। সোমবার (১৮ জানুয়ারি) উপজেলা বিআরডিবি হলে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Posted By admin On In ফটোফিচার | No Comments

মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় ১০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল। গত বুধবার উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

কাঠুরিয়া

Posted By admin On In ফটোফিচার,শীর্ষ সংবাদ | No Comments

সারাদিন কাঠ সংগ্রহ করে ঘরে ফিরছেন এক কাঠুরিয়া। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুল এলাকা থেকে ছবিটি তোলা। ছবি- লোহাগাড়ানিউজ২৪ডটকম

যে সড়ক দিয়ে হাঁটাও দুস্কর

Posted By admin On In ফটোফিচার,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

যে সড়ক দিয়ে হাঁটাও দুস্কর হয়ে পড়েছে সেটি হচ্ছে ‘আলুরঘাট রোড’। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনের অভ্যন্তরীন সড়কটি টিএন্ডটি অফিস পর্যন্ত একেবারে ঝরাজীর্ণ হয়ে পড়েছে। সংস্কারবিহীন এ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তার দুই পাশের ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জমে যায় পানি। বৃষ্টি ও ড্রেনের পানিতে ময়লা-আবর্জন ভিজে কাদায় পরিণত হয়।

ফলে এ সড়কের দু’পাশের দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। এছাড়া শুষ্ক অবস্থায়ও ঝরাজীর্ণ পথ অতিক্রম করা দুস্কর। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন ভূক্তভোগীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে টিএন্ডটি অফিসের সামনে থেকে ছবিটি তোল