- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়ায় সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) বিকেল ৪টায় ইউনিয়নের হাজি রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের গৌড়স্থান সিকদার পাড়ার মহসিন সিকদারের পুত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী বৃদ্ধ রফিকুল ইসলাম গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে নিহত বৃদ্ধের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারমাণবিক বোমা ছাড়া সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ : সেতুমন্ত্রী

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : বাংলাদেশ আজ পারমাণবিক বোমা ছাড়া আর্থ-সামাজিক সব সূচকে শেখ হাসিনার নেতৃত্বে পাকিস্তানকে পেছনে ফেলে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

রোববার (১৬ মে) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে ‘শেখ হাসিনার চার দশক: বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। বাংলানিউজ

তিনি বলেন, শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনৈতিক ও উন্নয়নের নেতা হিসেবে পরিণত হয়েছেন। শেখ হাসিনার জন্যই জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে। শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে, তাই বাংলাদেশ পাপমুক্ত ও কলংকমুক্ত হয়েছে।

শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান এবং সমুদ্রসীমা জয়লাভ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বংলাদেশ গঙ্গার নদীর পানির ন্যায্য পাওনা বুঝে পেয়েছে এবং অন্যান্য বিষয় নিয়েও সমাধান হবে বলে আশা করি।

‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণকাজ এখন প্রায় শেষের দিকে। পাশাপাশি অন্য মেগা প্রকল্প, বিশেষ করে মেট্রোরেলসহ দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ হচ্ছে। বাংলাদেশ মহাকাশ জয় করেছে। বাংলাদেশ আজ নিজস্ব স্যাটেলাইট যুগেও প্রবেশ করেছে, যার নেতৃত্বে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।  

’৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সফল, সাহসী ও মানবিক রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনীতিকের নাম। শেখ হাসিনার চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না। তবুও তিনি এগিয়ে গেছেন মানুষের মুক্তির জন্য, অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য।

ওবায়দুল কাদের বলেন, তিনি এসেছিলেন বলেই কলহ-কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন এবং শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সভাপতি হিসেবেও চার দশক অতিক্রম করেছেন। তিনি আজ আওয়ামী লীগকেও অতিক্রম করেছেন।

কাদের বলেন, দেশের মানুষের ভালোবাসায় শেখ হাসিনা টানা তৃতীয়বারসহ মোট চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তার যোগ্য নেতৃত্বে। মানুষের জীবন-জীবিকার কথা মাথায় রেখে করোনার এই মহামারিতে শেখ হাসিনা দেশকে স্থিতিশীল পর্যায়ে রাখতে পেরেছেন। খাদ্য ঘাটতির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মশিউর রহমান। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সিলিং ফানে ওড়না পেছিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (১৮) নামে এক ছাত্রী। রোববার (১৬ মে)  বিকেলে আকবরশাহ থানাধীন ইস্পাহানি রেল গেট এলাকার জনতা কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ফারিয়া আক্তার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পাংখার এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। সে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল বলে পারিবারিক সুত্রে জানা গেছে।  

ফারিয়া আক্তারের বাবা মনির হোসেন জানান, ফারিয়া কি কারণে আত্মহত্যা করছে বলতে পারছিনা। দুপুরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছে আমাদের সঙ্গে। নানুর ঘরে গিয়ে নানুর সঙ্গে শুয়ে ছিল। নানু ঘুমিয়ে যাওয়ার পর পাশের রুমে গিয়ে সিলিং ফানের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক ছাত্রীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বাংলানিউজ