- Lohagaranews24 - https://lohagaranews24.com -

এক সপ্তাহ বন্ধ থাকবে সব আন্তর্জাতিক ফ্লাইট

নিউজ ডেক্স : ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। এরই মধ্যে এক সপ্তাহের জন্য (১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল) সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে বেবিচক।  

বেবিচক জানায়, লকডাউনে আরো এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কার্গো ফ্লাইট চালু থাকবে। এই সময়ের মধ্যে  বিশেষ কোনো ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করতে কোনো বাধা নেই।  

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, লকডাউনের কারণে সব ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এক সপ্তাহ বন্ধ থাকবে। তবে কার্গো প্লেন চালু থাকবে। বিশেষ বিবেচনায় কোনো বিশেষ ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করা হবে। দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়লে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয়। বাংলানিউজ

ইউরোপের দেশগুলো ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ। কঠোর লকডাউনে সব ধরনের ফ্লাইট এক সপ্তাহ বন্ধ করলো বেবিচক।  

মামুনুলের ব্যক্তিগত বিষয়ে মন্তব্যে নারাজ হেফাজত আমির

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : হেফাজতে ইসলামের বিতর্কিত যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না হেফাজতে ইসলাম। রোববার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর মামুনুল হক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘মামুনুলের সাম্প্রতিক ঘটনা তার একান্ত ব্যক্তিগত বিষয়। ’

বাবুনগরী বলেন, বৈঠকে কোনো ব্যক্তির বিষয়ে আলোচনা হয়নি। কাউকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে কোনো কথাও ওঠেনি। এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। বাংলানিউজ

গত ২৬ মার্চের ঘটনার কথা উল্লেখ করে হেফাজত আমির বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ যা হওয়ার হয়ে গেছে। এখন গ্রেফতারের নামে নিরীহ মানুষের ওপর পুলিশি হয়রানি বন্ধ করুন। নির্দোষ মানুষকে কেন এভাবে হয়রানি করা হচ্ছে?

তিনি বলেন, করোনার নামে লকডাউন দিয়ে কোনো মাদ্রাসা বন্ধ করা যাবে না। মসজিদে নামাজ পড়ার অনুমতি দিতে হবে। এ সময় আগামী ২৯ মে হাটহাজারী মাদ্রাসায় ওলামা মাশায়েক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি প্রমুখ।

লোহাগাড়ায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই, ৫ কিশোর গ্রেপ্তার

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এক মোবাইল ব্যাংকিং ও বিকাশ এজেন্টের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনের সিকদার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সিসিটিভি’র ফুটেজ দেখে রাত ১০টার দিকে ৫ কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া কিশোরদের বাড়ি উপজেলা সদরের আশপাশের এলাকায়। তারা প্রত্যেকে বয়স ১৭ বৎসরের মধ্যে।

ছিনতাইয়ের শিকার আরফাত উল্লাহ (২০)। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম.চর হাট এলাকার মো. শাহ আলমের পুত্র। তিনি জানান, সকালে ১১টার দিকে ব্যাংকে লেনদেন করার জন্য বটতলী মোটর ষ্টেশনে আসি। এ সময় তার ব্যাগে ৪ লাখ ২০ টাকার চেক ও একটি এটিএম কার্ড ছিল। ব্যাংকে যাবার পথে ঘটনাস্থলে ৮-১০ জনের একদল কিশোর তাকে গতিরোধ করে। এ সময় তাদের হাতে হকিষ্টিক ও মরিচের গুড়া ছিল। প্রতিবাদ করলে এক পর্যায়ে তাদের হাতে থাকা মরিচের গুড়া চোখে ছিটিয়ে দেয় এবং ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান ও সদস্য মামুন অর রশিদ বিষয়টি অবগত হন। তারা লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনার পর সিসিটিভি’র ফুটেজ দেখে অভিযান চালিয়ে ছিনতাই ঘটনার সাথে জড়িত ৫ কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অন্য কিশোরদেরও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

লোহাগাড়ায় মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাস্ক না পরায় ১২ জনকে ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আধুনগর খাঁন হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

তিনি জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় সংক্রমণ ও রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১২ জনকে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদার, উপজেলা ভূমি অফিসের সমির চৌধুরী ও নয়ন দাশ ।

ঋণের টাকা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করুন : আরমান বাবু

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদস্যদের মাঝে গরু মোটাতাজাকরণের জন্য সহজ কিস্তিতে ৩ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে। রোববার (১১ এপ্রিল) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের রাঙ্গা পাহাড় এলাকার পুরুষ দলের ১৭ জনের মাঝে এ ঋণ বিতরণ করা হয়েছে।

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রোমেল উপস্থিত থেকে উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঋণ বিতরণ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে অসহায় গরীব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা বিআরডিবি’র সদস্যদের মাঝে গরু মোটাতাজাকরণের জন্য সহজ কিস্তিতে ঋণ বিতরণ করা হয়েছে। ঋণের টাকা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার আহবান জানান।

ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিআরডিবি অফিসের কর্মকর্তা নাছির উদ্দিন ও কর্মকর্তা কর্মচারী এবং ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার করোনা পজিটিভ : মির্জা ফখরুল

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১১ এপ্রিল) বিকেলে বিএনপি মহাসচিব গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি।  

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।  

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন এর আগে শনিবার (১০ এপ্রিল) বলেছিলেন,  খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়নি, এ বিষয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না। তাকে জিজ্ঞেস করতে হবে।

মির্জা ফখরুল নিজের করোনা পরীক্ষা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন,  ৭/৮ দিন আগে করেছি,  রিপোর্ট নেগেটিভ। বাংলানিউজ

লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ২শ পিস ইয়াবা।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়া থানার ডুলাহাজারা ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার এজাহার মিয়ার পুত্র মো. করিম (৩০) ও উখিয়া থানার কুতুপালং ৬ নং ক্যাম্পের ৮নং ব্লকের মো. আমিত হোসেনের পুত্র মো. বশির আহম্মদ (১৯)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী একটি বাসে তল্লাশী করে তাদের কাছ থেকে ৪ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মার্কেট শপিংমলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই মনিটরিং

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণার খবরে নগরীর টেরীবাজার, রেয়াজুদ্দিন বাজারসহ ছোট-বড় শপিংমল ও বিপণী বিতানে মানুষের ভিড় বেড়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে শপিং মল ও বিপণী বিতানগুলোতে ছিল ঈদের আমেজ। ফুটপাত থেকে মার্কেট সর্বত্র একই দৃশ্য। সকালে দোকান খোলার সাথে সাথে ছোট-বড় শপিংমল ও বিপণী বিতানে জমজমাট বেচাকেনা শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত একনাগাড়ে চলে।

পবিত্র রমজান শুরু হতে এখনো কয়েকদিন বাকি। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউনের চিন্তা করছে সরকার। গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। লকডাউনের বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি হতে পারে। লকডাউন পর্যায়ক্রমে পুরো মাস থাকতে পারে-এমন আশঙ্কায় অনেকে ঈদের কেনাকাটা থেকে শুরু করে প্রয়োজনীয় কেনাকাটা আগে থেকেই সেরে নিচ্ছেন। বেলা ১২টার দিকে টেরীবাজার ও বেলা ১টার দিকে রেয়াজুদ্দিন বাজার গিয়ে দেখা যায় লোকে লোকারণ্য। নারী-পুরুষ সকলের হাতভর্তি প্যাকেট। এই কারণে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর যেসব এলাকায় বড় বড় মার্কেট আছে সেইসব এলাকায় যানজট ছিল।

চলমান লকডাউনের মাঝে ব্যবসায়ীদের আন্দোলনের কারণে সরকার স্বাস্থ্যবিধি মেনে গত শুক্রবার থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান খোলার নির্দেশনা দেয়। স্বাস্থ্যবিধি মেনে দোকান ও মার্কেট খোলার জন্য বলা হলেও মানুষের ভিড়ের কারণে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। সবার মুখে মাস্ক থাকলেও একসাথে অধিক সংখ্যক ক্রেতার ভিড়ের কারণে সামাজিক দূরত্ব মানা সম্ভব হয়নি। এসব মনিটরিংয়েরও ব্যবস্থা ছিল না। অনেক মার্কেট কর্তৃপক্ষও ছিল উদাসীন।

গতকাল মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, ভিআইপি টাওয়ার শপিংমল, আমীন সেন্টার, সানমার ওশান সিটিতে গিয়ে দেখা যায়, প্রবেশমুখে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়েছে। তবে ভেতরে প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড়।

রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, আবার লকডাউন শুরু হওয়ার খবরে মানুষ বাজার করার জন্য আসায় ভিড় বেড়ে গেছে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছি। মাইকিং করিয়েছি। প্রত্যেক মার্কেট ও দোকানের মালিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলেছি।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ১৪ তারিখ থেকে লকডাউন শুরু হচ্ছে। সব দোকান-মার্কেট বন্ধ হয়ে যাবে। এই কারণে আজ (গতকাল) মানুষের ভিড় বেশি ছিল। আর প্রতি শনিবার টেরীবাজারে পাইকারি ক্রেতারা বেশি আসেন। লকডাউন শুরু হলে গাড়ি বন্ধ হয়ে যাবে, এজন্য শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা এসেছেন কাপড় কিনতে।

তিনি বলেন, আমাদের এখানে ৮২টি মার্কেট রয়েছে। প্রত্যেক মার্কেটের নিরাপত্তাকর্মীদের বাইরে জীবাণুনাশক স্প্রে দিয়ে দাঁড় করানো হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ছাড়া কাউকে মার্কেটে ঢুকতে দিইনি। আমাদের ব্যবসায়ীরা গত বছর ঈদে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকারের কাছে অনুরোধ, এবার ঈদে যেন পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলতে দেওয়া হয়। দৈনিক আজাদী

নমুনা `না দিয়েও’ খালেদা করোনা ‘পজিটিভ’!

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা। তবে তার ব্যক্তিগত চিকিৎসক মামুন রহমান দাবি করছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনাই নেওয়া হয়নি।

গতকাল শনিবার (১০ এপ্রিল) বিকালে ডা. মামুন বেসরকারি হাসপাতালের একজন টেকনোলজিস্ট নিয়ে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসায় গেলে খবর ছড়িয়েছিল যে তিনি পরীক্ষা করাচ্ছেন। বিডিনিউজ

তবে পরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়, করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেননি খালেদা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন মামুন।
আজ রবিবার (১১ এপ্রিল) নমুনা পরীক্ষার একটি প্রতিবেদন আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘করোনাভাইরাস পজিটিভ’ ওই প্রতিবেদন খালেদা জিয়ার বলে লেখা রয়েছে।

ওই প্রতিবেদনে থাকা কিউআর কোড স্ক্যান করলে তা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের একটি প্রতিবেদন দেখায় যেখানে রোগীর নাম দেখায় বেগম খালেদা জিয়া। আর আইসিডিডিআরবিতে আরটি-পিসিআর পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান আজ রবিবার দুপুরে বলেন, “আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে উনার (খালেদা) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।”

এজন্য নমুনা শনিবারই সংগ্রহ করা হয়েছিল বলে জানান তিনি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসার পর খালেদা জিয়ার ভাগ্নে ও তার ব্যক্তিগত চিকিৎসক মামুন বলেন, “করোনাভাইরাস পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনের নমুনাই নেওয়া হয়নি।”

কয়েকজন বিএনপি নেতার সঙ্গে কথা বলা হলে তারাও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ‘ফিরোজা’য় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে বাইরের কারও যোগাযোগও সীমিত।

মেয়াদোত্তীর্ণ ইউপি চেয়ারম্যানদের তিন মাস স্বপদে থাকার সুযোগ

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পরও যেসব ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন করা সম্ভব হচ্ছে না, সেসব ইউপির মেয়াদ আরও তিন মাস বাড়ছে। এ ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ইউপিতে একজন চেয়ারম্যান কিংবা মেম্বার সর্বোচ্চ নব্বই দিন চেয়ারে থাকবেন। তবে তার আগেই নির্বাচন হয়ে গেলে কমে যাবে বাড়তি দায়িত্বের সময়। দৈব দুর্বিপাকজনিত (করোনা মহামারি) নির্বাচন স্থগিতের পরিপ্রেক্ষিতে গ্রাম পর্যায়ের সরকারে সুযোগটি পাচ্ছেন জনপ্রতিনিধিরা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ এ বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে দ্বৈব দুর্বিপাকজনিত ভোট করতে না পারার চিঠি পেয়েছি। তার প্রেক্ষিতে জেলা প্রশাসকদের ইতোমধ্যে নির্দেশনা পাঠিয়েছি। এক্ষেত্রে যেসব ইউপির মেয়াদ শিগগিরই শেষ হবে এবং তফসিল ঘোষণার পর নির্বাচন স্থগিত হয়েছে, সেসব ইউপির বর্তমান চেয়ারম্যান, মেম্বাররা সর্বোচ্চ নব্বই দিন দায়িত্ব পালন করবেন। খবর বাংলানিউজের।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার সচিবকে এ সংক্রান্ত ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠান নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান। এতে উল্লেখ করা হয়, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ার কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে ১১ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ১ম ধাপে ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন; সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং সাধারণ ওয়ার্ডের শূন্য সদস্য পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২৯(৩) অনুসারে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৯(৫) ধারা অনুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা এবং প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বিষয়টি অবহিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

ইউপি আইনের ২৯(৫) ধারায় বলা হয়েছে, দ্বৈব-দুর্বিপাকজনিত বা অন্যবিধ কোনো কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হইলে, সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত, যাহা আগে ঘটিবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা প্রদান করিতে পারিবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, এমন বিষয় সামনে এলে সিটি করপোরেশনে আমরা প্রশাসক নিয়োগ করে থাকি। কিন্তু ইউপিতে যারা দায়িত্ব করছেন, তাদেরই দায়িত্ব দেওয়ার কথা আইনে বলা আছে।

ইউপি আইন অনুযায়ী, কোনো পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে ৫ বছর সময়ের জন্য ওই পদে অধিষ্ঠিত থাকবেন। নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ থেকে ৫ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৬ সালে ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট করেছিল ইসি। সে সময় ২২ মার্চ ৭৫২টি, ৩১ মার্চ ৬৮৪টি, ২৩ এপ্রিল ৬৮৫টি, ৭ মে ৭৪৩টি, ২৮ মে ৭৩৩টি এবং ৪ জুন ৭২৪টি ইউপিতে অর্খাৎ ছয় ধাপে মোট ৪ হাজার ৩২১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বাকি ১৬২টিতে অন্যান্য সময়ে ভোট হয়েছে।

পরিষদের নির্বাচনের মেয়াদ পূর্তির বিধান মোতাবেক এবার প্রথম ধাপে ২১ মার্চের ১৮০ দিনের মধ্যে ভোট করা কথা। সে অনুযায়ী নির্বাচন কমিশন ৩৭১ ইউপিতে ১১ এপ্রিল ভোটের তারিখ দিয়েছিল। এসব পরিষদে প্রথম সভার তারিখ একেকটাতে একেক রকম হওয়ায় সবাই একই পরিমাণ অতিরিক্ত সময় পদে থাকবেন, তা নয়। এক্ষেত্রে যাদের দায়িত্বের মেয়াদ আগে শেষ হবে তারা অপেক্ষাকৃত বেশি বাড়তি দিন পাবেন। যারা প্রথম সভা পরে করেছেন তারা কম বাড়তি সময় পাবেন। কেননা, স্থগিতাদেশ ওঠে গেলে নির্বাচন একই দিন হবে।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, খুব একটা সময় নাও পেতে পারেন তারা। যদি করোনা পরিস্থিতি এক মাস পরে স্বাভাবিক হয়ে আসে, তখন তো নির্বাচন হয়ে যাবে। তাই আইন অনুযায়ী, সময়টা তারা বেশি পাচ্ছেন। কিন্তু পরিস্থিতি ঠিক হয়ে গেলে সে সুযোগ নাও থাকতে পারে।