- Lohagaranews24 - https://lohagaranews24.com -

কারো প্রভাবে কাজ হবে না, টাকা দিন কথা বলুন : খেলাপিদের হাইকোর্ট

নিউজ ডেক্স : খেলাপি ঋণ না দিয়ে মন্ত্রী বা কারো প্রভাবে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। পিপলস লিজিংয়ের খেলাপি ঋণ পরিশোধ করার বিষয়ে এক খেলাপি ও তার আইনজীবীকে উদ্দেশ করে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ কথা বলেন।

আদালতে তলবে সশরীরে উপস্থিত হওয়ার নির্ধারিত দিনের দ্বিতীয় দফায় ১৩৭ জনের মধ্যে আজ ৪৫ ঋণগ্রহীতা হাইকোর্টে হাজির হন। তখন তাদের মধ্যে কেউ কেউ টাকা পরিশোধের সময় চান, আবার কেউ কেউ কিস্তি পরোশোধ করছেন বলেও আদালতকে জানান।

তেমনি এক বিশিষ্ট ব্যবসায়ীর পরিচয় জেনে আদালত তাকে প্রশ্ন করেন, ‘আপনার ব্যবসা তো ভালোই। তো আপনার কত টাকা।’ জবাবে তিনি বলেন, ‘আমাকে দেয়া নোটিশে লেখা আছে ৩৮৪ কোটি টাকা। আমি প্রতি মাসে ২০ লাখ টাকা করে কিস্তি পরিশোধ করছিলাম।’

তিনি জানান, আদালতের আদেশে অ্যাকাউন্ট অচল (ফ্রিজ) হওয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন। কিন্তু অ্যাকাউন্ড ফ্রিজ হয়ে যাওয়ায় ২০১৯ সালের জানুয়ারির পর থেকে আর কোনো কিস্তি দেয়া হচ্ছে না। এ পর্যায়ে আদালত বলেন, ‘আগে ওইসব কিস্তির টাকা দিয়ে আসুন, এরপর এসে কথা বলবেন, আপনার কাছে কত পাওনা, আর কত দেবেন। বোর্ড বসবে অথবা প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।’

হাইকোর্ট বলেন, ‘অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিতে তো বাধা নেই। আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিতে কোনো বাধা থাকবে না। কিন্তু ব্যক্তিগত খরচের জন্য টাকা তুলতে পারবেন না। বাংলাদেশ ব্যাংককেও এমন নির্দেশনা দেয়া হয়েছে যে, যারা টাকা পেমেন্ট করতে চান তাদের অ্যাকাউন্ট থেকে যাতে টাকা পেমেন্ট করা যায়।’

এরই একপর্যায়ে পিপলস লিজিংয়ের খেলাপিদের উদ্দেশ করে হাইকোর্ট বলেন, ‘আপনাদের অ্যাকাউন্ট থেকে শুধু টাকা যাবে, আসবে না।’ এ সময় শুনানিতে কোনো কোনো ঋণগ্রহীতা মারা গেছেন, এখন তার কী হবে-সেসব ব্যাখ্যাও চান আদালত। এ সময় আদালত বলেন, ‘আগে একটা কিস্তি পরিশোধ করুন, তারপর কথা বলুন।’

এ পর্যায়ে এক খেলাপির ১১৬ কোটি টাকা, অপর একজনের ২৬ কোটি থেকে সুদ হয়ে আরো বেশি টাকার অঙ্ক দাঁড়িয়েছে এবং এভাবে পর্যায়ক্রমে এক একজন খেলাপির কারো ৬২ কোটি, কারো ৭২ কোটি এবং দুই-আড়াই কোটি টাকার আলোচনা হয়। এদিন পর্যায়ক্রমে ৪৫ জনের স্বাক্ষর এবং কার কী পরিমাণ টাকা, কিস্তি দিচ্ছেন কিনা এসব জানেন আদালত।

এদিন আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ঋণগ্রহীতাদের উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, ‘আগে তো এক কিস্তি পরিশোধ করুন, তারপর কথা বলুন। প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হবে। আগে টাকা দেবেন তারপর আলোচনা। পিপলস লিজিংয়ের টাকা, চোর বাটপারদের টাকা না। টাকা না দিলে জেলে (কারাগারে) ঢুকিয়ে দেব। এটি একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এখানে জনগণের টাকা। এটা চোর বাটপারদের টাকা না। আপনাদের ধারণা যত হয়, সেটাই দেন।’

ঋণগ্রহীতাদের উদ্দেশ্য আদালত বলেন, ‘আপনারা তো জমা রাখা টাকা তুলে নিয়েছেন। আর যারা এই প্রতিষ্ঠানে টাকা জমা রেখেছেন, তারা তো না খেয়ে ঘুরছেন রাস্তায়।’

এ সময় আদালত বলেন, ‘টাকা না দিয়ে কোনো মন্ত্রী বা কারো প্রভাবে কাজ হবে না। আইনের মধ্যে থেকেই টাকা দিতে হবে। কোর্ট যেহেতু ডেকেছে, প্রথম একটা ইনস্টলমেন্ট দেন তারপর বাকী আলোচনা বোর্ড বা কমিটির সঙ্গে করবেন। কোম্পানি বাঁচিয়ে রাখতে হলে আপনারা টাকা না দিলে কীভাবে হবে?’

এরপর এক আইনজীবী হাইকোর্টকে বলেন, ‘আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে আমানতকারীরা আলোর মুখ দেখছেন। বাইরে আলোচনা হচ্ছে, এভাবে যদি আরও দু-একটি প্রতিষ্ঠানকে যুক্ত করা যায় তাহলে বিনিয়োগকারীরা সাহস পাবেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা হবে।’

তখন বিচারপতি বলেন, ‘এটাতো কোর্টের কাজ না। এর জন্য যাদের দায়িত্ব রয়েছে তারা কেন এটা করছেন না। আমাদের কাজ হলো প্রতিষ্ঠান ওয়েন্ডিং আপ (অবসায়ন) করা। এখন প্রতিষ্ঠানটিকে বাঁচাতে চাই বলে এসব করতে হচ্ছে।’

এ সময় আদালত বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘কোম্পানি রান করবে, না হয় একত্রীকরণ বা অন্যকিছুর মধ্যে ঢুকিয়ে দেবে।’ পরে শুনানি মূলতবি করা হয়।

‘এখন শুধুমাত্র একজন অবসায়ক ও তার একজন আইনি পরামর্শক মিলে কাজ করছেন। যদি এখানে ১০ জনের একটা কমিটিকে বসানো হয়, তাদের মাসিক পরিশোধ করতে হবে। অফিসের ভাড়া দিতে হবে।’

‘ওদেরকে (বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) দুই বছর ধরে বলছি, হয় তারা একটা বোর্ড গঠন করুক অথবা কমিটি বসুক। কোর্টতো এ কাজ করতে পারে না। আমার রেগুলার কাজের বিঘ্ন ঘটছে। দুই বছর ধরে অপেক্ষা করে আছি, বাংলাদেশ ব্যাংক কী করে, বিএসইসি কী করে তা দেখার জন্য।’

বিচারক বলেন, ‘পিপলস লিজিং যেহেতু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল উদ্যোগী হওয়ার। কিন্তু তারা তা না করায় এখন আদালতকে দেখতে হচ্ছে।’ 

আদালতের নির্দেশে নিয়োগ পাওয়া আইনজীবী মেজবাহুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা সর্বনিম্ন পাঁ লাখ টাকা থেকে সর্বোচ্চ পর্যন্ত ঋণগ্রহীতা এমন ২৮০ জনকে তলব করেছিলেন হাইকোর্ট। তলবে গত ২৩ ফেব্রুয়ারি ৫১ জন হাজির হয়েছিলেন। আজ দ্বিতীয় দফায় ৪৫ জন ঋণগ্রহীতা হাজির হন।’

তিনি জানান, গত দুইদিনে যারা আসেননি তাদেরকে আগামী ৯ মার্চ আবারও সশরীরে উপস্থিত হতে বলেছেন আদালত। আদালতের তলবে যারা আজকে আসেননি, তাদেরকে আরেকবার সুযোগ দেয়া হবে। ওই দিনও তারা আদালতে হাজির না হলে প্রয়োজনে বিশেষ বার্তায় তাদের আদালতে আসার জন্যে বলা হবে। তাতেও না আসলে গ্রেফতার করে কোর্টে হাজির করা হবে বলে জানান আদালত।

আইনজীবী মেজবাহুর রহমান আরো বলেন, ‘আগামী ৯ মার্চ এ মামলার পরবর্তী তারিখ পড়েছে। ওই দিন বাকি ঋণ খেলাপিদের হাজির হতে বলা হয়েছে।’

আর এদিকে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি বন্ধে সমন্বিতভাবে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে সেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের বক্তব্য শুনবে। ভার্চুয়াল আদালতে যুক্ত হয়ে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটিকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বক্তব্য শুনবে বলেও গত ২৩ ফেব্রুয়ারি জানিয়েছিলেন হাইকোর্ট। আগামী ৯ মার্চ এ বিষয়েও শুনানি হতে পারে।

আদালতে সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিকুইডেটর) মো. আসাদুজ্জামান খানের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মেজবাহুর রহমান। ঋণ খেলাপিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন, ড. সৈয়দা নাসরিন ও আব্দুস সাত্তার পালোয়ানসহ আরও অনেকে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কাজী এরশাদুল আলম। জাগো নিউজ

উত্তর আমিরাবাদ পূর্ব মহুরী পাড়া ফোরকানিয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

Posted By admin On In বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ পূর্ব মহুরী পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার বার্ষিক সভা ও সীরতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী আলহাজ্ব আবু তাহের। প্রধান ওয়ায়েজ ছিলেন বিটিভি ও এটিএন বাংলার ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব।

আমিরাবাদ কিল্লার আন্দর জামে মসজিদের খতিব মাওলানা আবুল বশর প্রধান বক্তা ও আমিরাবাদ পূর্ব মহুরী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল হাকিম বিশেষণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া একইদিন উত্তর বড়হাতিয়া হোছন নগর আদর্শ ফোরকানিয়া ও নূরানী মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ইসলামী শিক্ষা বিস্তারে ও প্রসারে ফোরকানিয়া মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। ধর্মের মৌলিক শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্যে বাধ্যতামূলক। ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শৈশবে ধর্মের মৌলিক শিক্ষা পেলে ইসলামের পথে চলতে সহজ হয়। প্রেস বিজ্ঞপ্তি

কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড়ে প্রাইভেট পড়তে গিয়ে একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামি আজমাইন আজিম আয়ান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ছাত্রীর পিতা। ওই ছাত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। আয়ান ছাড়া তার আরও দুজন সহযোগীকে মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন- তারেক আজিজ (২২) এবং মোকারাম হোসেন (২২)।

পুলিশ জানায়, ওআর নিজাম রোড়ের একটি বাসায় ধর্ষণের শিকার ছাত্রী তার সহপাঠীসহ গত ১৫ দিন ধরে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। বুধবার বিকেল ৫টার দিকে তাকে জোর করে ৩ নম্বর রোড়ের মাথা থেকে ১ নম্বর রোড়ের ১৪ নম্বর বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত আজমাইন আজিম আয়ান।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আজমাইন আজিম আয়ানকে বৃহস্পতিবার সকালে খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে গ্রেফতার করা হয়েছে।  

তিনি বলেন, এর আগেও আজমাইন প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীর সঙ্গে ঝামেলা করতেন। ছাত্রীর পরিবার কিছুদিন আগে আজমাইনের বাবার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছিল। মামলার অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। বাংলানিউজ

লোহাগাড়ায় ব্যবসায়ী আনোয়ার হত্যাকান্ড : পলাতক অপর রোহিঙ্গা কর্মচারী গ্রেপ্তার

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক অপর রোহিঙ্গা কর্মচারী মোহাম্মদ উল্লাহকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই ক্যাম্পের হাছান আলীর পুত্র।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই পার্থ সারথী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকান্ডের ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা জানা যাবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাতে টাকার লোভে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে দরবেশহাট সওদাগর পাড়ায় নিজ খামারে মাথায় কোদাল দিয়ে আঘাত করে ও ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয়। পরে তাকে খামারের পেছনে মাটিচাপা দেয়া হয়। ঘটনার পর দুই রোহিঙ্গা কর্মচারী পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি স্থানীয় মো. আসিফ (২৭) ও রোহিঙ্গা কর্মচারী আনছার উল্লাহ (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে ওই রাতেই ব্যবসায়ী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন (৪০) পেশায় গরু ব্যবসায়ী ও জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র।

মক্কায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মক্কায় আবুল হোসেন (৫৫) নামে লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১ টায় নগরীর জারওয়া পাহাড় এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব বেপারী পাড়ার মৃত মনিরুজ্জামানের পুত্র ও ৬ সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য মো. কাউছার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন যাবত আবুল হোসেন সৌদি আরবের ব্যবসা করে আসছিলেন। সেখানে অবস্থানকালীন সময়ে তিনি কিডনী রোগসহ নানা রোগে আক্রান্ত হন। ঘটনারদিন সন্ধ্যায়ও তিনি পরিবারের লোকজনের সাথে ফোনে কথা বলেছিলেন। রাতে তাকে ফোন করে সাড়া না পাওয়ায় নিকটাত্মীয়রা খোঁজখবর নেন। পরে বাসায় গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। প্রায় দেড় বছর পূর্বে তিনি শেষবার দেশে এসেছিলেন। নিহতের লাশ দেশে আনতে চাইলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্বজনদের যথাযথ সহযোগিতা করা হবে।

এদিকে, আবুল হোসেনের মৃত্যুর খবর পরিবারে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

অবশেষে চবি’র সব পরীক্ষা স্থগিত

Posted By admin On In ব্রেকিং নিউজ,শিক্ষাঙ্গন,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সব পরীক্ষা স্থগিতের নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের স্বাক্ষরে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘২৫ ফেব্রুয়ারি চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যৌথ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত সকল পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ’

এদিকে পরীক্ষা স্থগিত না করার দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চবির শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের দাবি: চলমান পরীক্ষা স্থগিত না করা। পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলা। শাটল ট্রেন চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চবির চলমান পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত চলমান সকল পরীক্ষা স্থগিত থাকবে। বাংলানিউজ

সাতকানিয়ায় ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল (৪৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয় তৈয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।

মো. বেলাল খাগরিয়ার মোহাম্মদ খালীর হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ব্যবসা করতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন চেনু আরা বেগম বলেন, বুধবার রাত ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় বেলাল। তৈয়ারপাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। বাংলানিউজ