- Lohagaranews24 - https://lohagaranews24.com -

চরম্বায় ৫ হাজার ঘনফুট বালু ও ড্রেজার মেশিন জব্দ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বনবিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের মাইজবিলা মধু ফকির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম ও বালু জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, একটি মহল কিছুদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে বিশাল আকৃতির গর্ত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলন সরঞ্জাম ও ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।

মাইক্রোবাসে তল্লাশীতে মিললো ৫ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

Posted By admin On In ব্রেকিং নিউজ,লোহাগাড়ার সংবাদ,শীর্ষ সংবাদ | No Comments

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সামনে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর (ঘারমুড়া) ইউনিয়নের মনিপুর পতের কান্দি এলাকার মৃত আবদুল খালেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।