
নিউজ ডেক্স: সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ঢেমশা এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা।

রেল কর্মকর্তারা জানান, ভোর ৬টার দিকে দুর্বৃত্তরা রেললাইনে গাছ ফেলে গেছে। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাতকানিয়া অতিক্রম করার কথা ছিল। তবে ট্রেনটি ভোর সাড়ে ৫টার পরিবর্তে সকাল ৭টার দিকে সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। এর আগেই রেললাইন থেকে গাছ সরিয়ে ফেলায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, রেললাইনের ওপর গাছের ডালপালা কেটে রেখে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner