
নিউজ ডেক্স : দুবাই থেকে চার কেজি সোনা নিয়ে আসা যাত্রী মো. সোহেলকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার এসআই মো. রবিউল আলম বলেন, ‘চার কেজি ১০০ গ্রাম অবৈধ সোনাসহ আটক সোহেলের বিরুদ্ধে মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী সোহেলকে চার কেজি ১০০ গ্রাম সোনাসহ আটক করে কাস্টমস গোয়েন্দারা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা তার কাছ থেকে এসব সোনা উদ্ধার করেন।’

সোহেল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফজল করিমের ছেলে। -বাংলা ট্রিবিউন
Lohagaranews24 Your Trusted News Partner