
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পদুয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানে সাইফুল ইসলামকে ৩ হাজার টাকা, রাজা মিয়াকে ৫শ টাকা, ফজল কবিরকে ১০ হাজার টাকা, মঞ্জুর আলমকে ৫শ টাকা ও কাইছারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, অভিযানে সড়ক পরিবহণ আইনের বিভিন্ন ধারায় ৪ জনকে ১৪ হাজার টাকা ও স্থানীয় সরকার আইনে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner