
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সিঁড়িঘর দিয়ে ঢুকে বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুল কবির একই এলাকার নুর আহমদের পুত্র।
ক্ষতিগ্রস্ত নুরুল কবির জানান, ভবনের সিঁড়িঘর দিয়ে চোরেরা বসতঘরে প্রবেশ করে। এ সময় চোরেরা তাদের শয়নকক্ষ বাহির থেকে বন্ধ করে দেয়। এরপর তালাবদ্ধ কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এলোমেলো করে ফেলে কক্ষের ভেতর থাকা সব মালামাল। বসতঘর থেকে বের করে ফেলা হয় প্রবাসী ছেলের একটি বাইক। তবে বাইকে তেল না থাকায় সেটি নিয়ে যেতে পারেনি চোরেরা।

ভোর ৪টার দিকে তিনি বাথরুমে যাবার জন্য শয়নকক্ষ থেকে হওয়ার চেষ্টা করেন। এ সময় শয়নকক্ষের দরজা বাহির থেকে বন্ধ ছিল। পরে মুঠোফোনে পার্শ্ববর্তী স্বজনদের ঢেকে দরজা খুলে বের হয়ে হন তিনি। তালাবদ্ধ কক্ষের তালা ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. আলাউদ্দিন জানান, চুরির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner