
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাড়ে ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম।

জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলার ৯ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বাছাই করে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। এরমধ্যে ২৫০ জন কৃষককে সরিষা, ১শ জন কৃষককে ফেলন, ৮০ জন কৃষককে মুগ ডাল, ১০ জন কৃষককে চীনা বাদাম ও ১০ জন কৃষককে সূর্যমুখি বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিজন কৃষকের জন্য নির্ধারিত পরিমাণ ডাইঅ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরেট অফ পটাশ (এমওপি) সার বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, রবি মৌসুমে আবাদ বৃদ্ধি ও উৎপাদন সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকরা এই বীজ ও সার সঠিক নিয়মে ব্যবহার করছে কিনা তা নিয়মিত তদারকির আওতায় আনা হবে। কোনো অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner