ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাইক আরোহী পর্যটক নিহত

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাইক আরোহী পর্যটক নিহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৫) নামে এক বাইক আরোহী পর্যটক নিহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার মো. আতাউর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ৭টি বাইক নিয়ে ১৩ জনের একটি গ্রুপ নিজেদের গন্তব্যে ফিরছিলেন। ঘটনাস্থলে চট্টগ্রামমুখি দ্রুতগতির একটি বাইক গতিরোধকে নিয়ন্ত্রণ হারায়। এরপর মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে বাইক আরোহী সাকিবুল খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় গ্রুপের অন্যরা গুরতর আহত সাকিবুলকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। দূর্ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরেক আরোহী আহত হয়েছেন। তবে তিনি শংকামুক্ত বলে জানা গেছে। দুমড়ে মুচড়ে গেছে দূর্ঘটনা কবলিত বাইকটি।

বাইকার গ্রুপের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বীথি দম্পতির নেতৃত্বে একটি বাইকার গ্রুপ রাজশাহী থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। গ্রুপে ৭টি বাইকে ১৩ জন ছিলেন। ভ্রমণ শেষে নিজেদের গন্তব্যে ফেরার পথে জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক খাদে পড়ে যায়। এতে বাইক আরোহী সাকিবুল হাসান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, সড়ক দূর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!