Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় একই রাতে ৪ বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

লোহাগাড়ায় একই রাতে ৪ বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় একই রাতে ৪ বসতঘর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান মরিশ্চা পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মাওলানা বদরুল কাদের, সালেহা বেগম, প্রবাসী নুরুল ইসলাম ও মো. ইসলাম।

ক্ষতিগ্রস্তরা জানান, গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে মাওলানা বদরুল কাদের হঠাৎ অসুস্থ হওয়ায় বসতঘর তালাবদ্ধ করে প্রতিবেশী সালেহা বেগমসহ হাসপাতালে চলে আসেন। এছাড়া একইদিন সকালে প্রবাসী নুরুল ইসলাম ও মো. ইসলামের পরিবার বসতঘর তালাবদ্ধ করে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

রাতে তালাবদ্ধ বসতঘরগুলোতে তালা ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬৭ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। সকালে বসতঘরের দরজার তালাভাঙ্গা ও ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এদিকে খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!