Home | দেশ-বিদেশের সংবাদ | ফলাফল যা-ই হোক মেনে নেবে ছাত্রশিবির

ফলাফল যা-ই হোক মেনে নেবে ছাত্রশিবির

নিউজ ডেক্স: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল যা-ই হোক সেটি মেনে নিয়ে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন ছাত্রশিবির মনোনীত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। বুধবার (১৫ অক্টোবর) ভোটগ্রহণ শেষে নিজেদের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে ছাত্রশিবিরের মূল্যায়ন কি জানতে চাইলে তিনি বলেন, আমাদের একজন ভোটার ভোট দিতে পারেনি, বিভিন্ন ধরণের মব সৃষ্টি করেছে এবং একটি ছাত্র সংগঠন তাদের লোকজন নিয়ে ১নং গেইটে অবস্থান নেয়। আমরা মনেকরি  সারাদিন একটি শঙ্কিত পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমরা চাই সুন্দরভাবে ফলাফল গণনা করা হোক। ২৮ হাজার শিক্ষার্থীরা যে মতামত দিয়েছেন তাকে যেন সবাই শ্রদ্ধা করে।

জরিমানার বিষয়ে তিনি বলেন, মিডিয়া শুধুমাত্র মনগড়া রিপোর্ট তৈরি করছে ছাত্রশিবিরকে জড়িয়ে। আমি বলতে চাই  ছাত্রশিবিরের কারো জরিমানা হয়নি। যদি জরিমানা হতো আমি একটি প্যানেলের প্রধান হিসেবে তা জানতে পারতাম। ইসি শুধু আমাদের ডেকেছিল।

শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের ব্যাপারে যদি অভিযোগ থাকে তাহলে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দিত। কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা ইসিকে যেসব অভিযোগ দিয়েছি তারও কোনো সুরহা পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!