ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পিবিআইয়ের প্রতিবেদন ডাহা মিথ্যা : বাবুনগরী

পিবিআইয়ের প্রতিবেদন ডাহা মিথ্যা : বাবুনগরী

নিউজ ডেক্স : হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর ‘মৃত্যু’র ঘটনায় দায়ের করা মামলা তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন ‘ডাহা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন সংগঠনটির বর্তমান আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরীর দাবি, ‘চিহ্নিত চক্রের ইশারায় পিবিআই এমন প্রতিবেদন দিয়েছে।’ তিনি পিবিআইয়ের দেয়া প্রতিবেদন বাতিল করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেছেন। জাগো নিউজ

বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘আল্লামা আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিভিন্ন ডাক্তারি সনদ দ্বারা এটি প্রমাণিত হয়েছে। তার বড় ছেলে মাওলানা ইউসুফ বিবৃতির মাধ্যমেও বিষয়টি তুলে ধরেছিলেন এবং স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে স্বীকারোক্তিও দিয়েছিলেন।’

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আল্লামা শফীর মৃত্যুর প্রায় দুই মাস পর দেশের শীর্ষ ওলামায়ে কেরামের নামে ভিত্তিহীন মামলাটি দায়ের করা হয়। এই মামলায় আমার নামই ছিল না। আমি ঘটনাস্থলেও উপস্থিত ছিলাম না। এরপরও নতুন করে আমার নামসহ আরও ১২ জনের নাম যুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাবেক আমির আল্লামা শফীর মৃত্যু নিয়ে পিবিআইয়ের রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করি- এ প্রতিবেদন একটি চিহ্নিত চক্রের ইশারায় হয়েছে। আমরা আইনজীবীর মাধ্যমে আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পেশ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!