
উপজেলার চরম্বা ইউনিয়নের মুকন্দু পাড়ায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়া। ইটভাটায় কাঁচামাল যোগান দেয়ার জন্য পাহাড় কাটা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবরদারী-নজরদারী সংস্থার লোকজন রহস্যজনক কারণে নীরবতা পালন করছেন। আর প্রভাবশালীরা ক্ষমতাসীন দলের দাপটে এসব করে চলছেন। ১৪ জানুয়ারী ছবিটি তুলেছেন দৈনিক আজাদী লোহাগাড়া প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন। প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম।

Lohagaranews24 Your Trusted News Partner