Home | দেশ-বিদেশের সংবাদ | পরিবহন শ্রমিক-বরযাত্রীর মধ্যে সংঘর্ষে আহত ৮

পরিবহন শ্রমিক-বরযাত্রীর মধ্যে সংঘর্ষে আহত ৮

mo-20181028133856
নিউজ ডেক্স : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পরিবহন শ্রমিক ও বরযাত্রী মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন রবিবার বেলা ২ টার দিকে বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার সংযোগস্থল কানলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামের এক শ্রমিককে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানলী ব্রিজ এলাকায় শাহবাজপুর বরযাত্রীদের গাড়ি আটকে রাখে পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে বরযাত্রীদের মধ্যে থেকে ভিডিও করতে গেলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৮ আহত হয়েছেন।
এ ব্যাপারে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। শুনেছি আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!