ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | নাফনদে আবারও নৌকাডুবি : ১৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

নাফনদে আবারও নৌকাডুবি : ১৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

rohingya-2-20170831110709

নিউজ ডেক্স : বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নিকটবর্তী নাফনদে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৯ রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

এর আগে বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় একাধিক নৌকা ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, খবরটি শুনেছি। ইউএনও এবং সংশ্লিষ্টদের খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!