
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার নোয়াখালের মুখ এলাকায় গত ৬ মে রাত ১০টায় দোহাজারী হাইওয়ে থানার অভিযানে দেড় কোটি টাকার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও (ঢাকামেট্রো-গ-২১-২৫২৯) জব্দ করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী মোঃ হাবিব (২৮)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মনসাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পালসা পাঠান পাড়ার মৃত সামছুল ইসলামের পুত্র।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে গাড়ির তেলের ট্যাংকের অভ্যন্তরে বিশেষ কায়দায় লুকায়িত ৫০ হাজার পিচ উদ্ধার করা হয়।
আটককৃত হাবিব জানান, তিনি ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে দোহাজারী হাইওয়ে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner