Home | ব্রেকিং নিউজ | চুনতি অভয়ারণ্যে ছড়া থেকে উত্তোলিত বালু জব্দ

চুনতি অভয়ারণ্যে ছড়া থেকে উত্তোলিত বালু জব্দ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চুনতি অভয়ারণ্যের ছড়া থেকে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে অভয়ারণ্যের চুনতি বিটের আওতাধীন লুতু মিয়া ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

সাথে ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন, অভয়ারণ্যের চুনতি বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ বন বিভাগ ও থানা পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, বনবিভাগের জায়গা সুরক্ষিত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রাতার ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে বালু উত্তোলনের সাথে জড়িত ৬ জনের নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!