ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | কলাউজানের কেবিকে ইটভাটার কাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কলাউজানের কেবিকে ইটভাটার কাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের মালিপাড়া ও বাহাদুর পাড়ায় অবস্থিত কেবিকে ইটভাটার কাজ সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ ব্যাপারে পরিবেশ বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জোনের পরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, পরিবেশ ধ্বংসকারী ইটভাটাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২০১৯ সনের রাইটিং পিটিশন নং- ৪১৮৩ মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরিবেশবাদী আইনজীবী রাসিদা চৌধুরী নীলু। তারই প্রেক্ষিতে গত ২৪ নভেম্বর বিচারপতি এফ. আর. এম নাজমুল আহসান ও বিচারপতি কে. এম কামরুল কাদের সমন্বয় বেঞ্চ শুনানীতে এই নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন- ২০১৩ অমান্য করে অবৈধভাবে ফসলি জমি ও জনবসতি এলাকায় কেবিকে ইটভাটাটি গড়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!