ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ককটেল ফ্যাক্টরির সন্ধান, ৩৫ ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ককটেল ফ্যাক্টরির সন্ধান, ৩৫ ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নিউজ ডেক্স: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ কয়েক বস্তা জর্দার কৌটা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে থানার একটি টিম জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩৫টি তাজা ককটেলসহ বিভিন্ন ককটেল তৈরির সরঞ্জাম ও কয়েক বস্তা জর্দার কৌটা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ ঘটনায় ডিএমপি বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!