ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | উনিশ’শ একাত্তরের ২৫ মার্চ

উনিশ’শ একাত্তরের ২৫ মার্চ

20

_______ফিরোজা সামাদ_______

পশ্চিমা হিংস্র শকুন ইয়াহিয়ার লেলিয়ে
দেয়া পাকিস্তানি লম্পট সেনা,
বেহায়া পিশাচেরা রাতের অাঁধারীতে
অতর্কিত অাক্রমণ করে
নিরীহ বাঙ্গালীর বুক ছিঁড়ে
তাজা রক্ত মিটিয়েছিলো ওদের তিয়াস,
উনিশ’শ একাত্তরের সেই ২৫ মার্চ !!

বাঙ্গালী জাতিকে চিরতরে স্তব্ধ করতে
ধর্ষন,লুণ্ঠন,হত্যা চালিয়েছিলো নির্বিচারে,
রাত গভীরে ঘুমন্ত মানুষের উপর……
শুরু করে তাণ্ডবলীলা,
সে রাতে শয়তানের নারকীয় উল্লাসে
কেঁপে উঠেছিলো বাংলার পথ প্রান্তর,
ভিবীষিকাময় ‘কালোরাত’ ছিলো বৃহস্পতিবার,
উনিশ’শ একাত্তরের সেই ২৫ মার্চ !!

রাজারবাগ, পিলখানা সহ অারো
কতো জায়গায় এই সময়
চলেছিলো হায়েনাদের হিংস্র থাবা
নখের অাচড়ে ছিন্ন ভিন্ন মানব দেহ,
নারী পুরুষের অার্ত চিৎকারে রাইফেল
কামানের শব্দ ম্লান হয়েছিলো,
বিপন্ন হয়েছিলো সেদিন মানবতা,
উনিশ’শ একাত্তরের সেই ২৫ মার্চ !!

শেখ মুজিব কে বন্দী করে….
নিয়ে যাওয়া হয় সেনানিবাসে,
হিংস্র জানোয়ার জেনারেল ইয়াহিয়া
অপারেশন সার্চ লাইট নামে
মেতে উঠেছিলো সেদিন গণহত্যায়,
ইয়াহিয়া চেয়েছিলো বাংলার
মানুষ নয়, শুধু পোড়া মাটির চাষ ,
উনিশ’শ একাত্তরের সেই ২৫ মার্চ !!

মেশিনগান,মর্টার,ট্যাঙ্ক,ডিনামাইট
ভেদ করেছিলো
লক্ষ নিরীহ বাঙ্গালির বুক,
রক্তে ভেসেছিলো রাজপথ,
বাড়ি ও অাঙ্গিনা,
বাঙ্গালীর বুকে আজ দগদগে আগুন
একটি বিনীদ্র রাতের মৃত্যপূরী
ওরা নীরস্র বাঙ্গালীর উপর
চালিয়েছিলো বর্বর পাশবিক গনহত্যা,
সেই থেকে শুরু রক্তঝরা নয় মাসের
সূচনা হয় মুক্তিযুদ্ধের,
উনিশ’শ একাত্তরের সেই ২৫ মার্চ !!

অতঃপর কিশোর যুবা বৃদ্ধ বীর বাঙ্গালি
মুক্তিযুদ্ধ করে টানা নয় নয়টি মাস,
দুইলক্ষ মা বোনের সম্ভ্রম ও
তিরিশলক্ষ শহীদের রক্তগঙ্গায়
সাঁতার কেটে অর্জন করলো
সবুজের বুকে লাল বাংলার মানচিত্র,
সাক্ষি উনিশ’শ একাত্তরের ২৫ মার্চ !!

ছিচল্লিশ বছর ধরে
বেদনা ও রক্তের সাগর সাঁতরিয়ে
অামরা অর্জন করেছি
শহীদদের স্মরণে “গণহত্যা দিবস “,
বিনম্র শ্রদ্ধা রেখে কামনা করছি
তাদের অাত্মার মাগফিরাত,
হে গণহত্যায় শহীদ!
তোমাদের মুক্তি হোক বিধাতার দরবারে,
এই প্রার্থনা নিরবধি অন্তরে !!

হে পিতা তোমার তর্জনী যেন শানিত তরবারি কাব্যগ্রন্থ
থেকে………. !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!