লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী চুনতীতে সীরতুন্নবী (সাঃ) মাহফিলে ১৬তম দিবস গত ২৫ নভেম্বর সোমবার অতিবাহিত হয়েছে। এ দিনে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি বলেন, বলেছেন, হক্কুল এবাদ সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। ইসলামের আলো সমুজ্জল রাখতে চুনতির হাফেজ আহমদ শাহ ছাহেব কেবলা ১৯ দিনব্যাপী এ সীরত মাহফিলের গোড়াপত্তন করেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা অহিদ আহমেদ। বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ, ড. মাওলানা আফম খালেদ হোসাইন, আল্লামা শাহ মোঃ তৈয়ব ও আলহাজ্ব মাওলানা আবদুল মান্নান আশরাফী। মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে বক্তাদের বক্তব্য শ্রবণ করেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির