- Lohagaranews24 - https://lohagaranews24.com -

সুপ্ত বাসনা

89

____জেসমিন সুলতানা চৌধুরী____

পঁয়ত্রিশ বা চল্লিশ বছর আগে
পাড়া-গাঁয়ের চপলা, চঞ্চলা কিশোরী মেয়েটি,
লাল নীল ফিতেয় কাঁধের দু’পাশে বেনী ঝুলাতো,
কানামাছি খেলতে গিয়ে হোঁচট খেয়ে পা মচকাতো,
সরষে ক্ষেতের খালি মাঠে ঘুড়ি উড়াতো ,
সকাল-সন্ধ্যা এপাড়া-ওপাড়া দস‍্যিয়ানা করে বেড়াতো,
বিলে ঝিলে ঘাসফুল কুড়াতো ,
তার চোখে ও অনেক স্বপ্ন ছিল ।

স্বপ্ন ছিল-
লাল টুকটুকে বেনারসীতে নিজেকে সাজাবে,
কানে ঝুলাবে বড় বড় ঝুমকো দুল,
কপালে লাল বড় একটা টিপ থাকবে,
খোঁপায় থাকবে বেলী ফুলের মালা,
দু’হাতে থাকবে সোনার বালা।

সে স্বপ্ন যখন তার হাতের মুঠোয়,
বয়স তখন পঞ্চাশ বা পঞ্চান্ন ছুঁই ছুঁই।
হাতের নাগালে পেয়ে ও পারেনা সে বর্ণিল সাজে নিজেকে সাজাতে,
জীবনের রং যে বদলে গেছে
বয়সের সাথে সাথে।
মনের রং থাকলেও
যদি পাছে লোকে বলে কিছু ,
সে লজ্জায় মুখ লুকায় নিচু।
ইচ্ছেরা সব ঘুমিয়েছে সময়ের চাপে আঁধার রাতে,
জ‍্যোৎস্নারা আলো বিলায় প্রাতে।

ভাবে, একদিন কতো না স্বপ্ন এঁকেছি!
সে স্বপ্ন পূরণ করতে না পেরে
নিরবে কতো না অশ্রু মুছেছি!
আজ লাল বেনারসী আছে,
আছে সবকিছু।
যা পরে কল্পনায় ভেসেছি,
মনের পর্দায় নিজেকে সাজুগুজু দেখে কতো না হেসেছি।

হায়!ইচ্ছে গুলো দীর্ঘশ্বাস হয়ে
এভাবেই বেঁচে থাকবে।
কখনো চুপটি মেরে ঘুমাবে,
আবার কখনো স্মৃতির ঘরে কড়া নাড়বে।