নিউজ ডেক্স : সিরিয়ার সুবাইদা প্রদেশে সন্ত্রাসী হামলায় ২১৫ জন নিহত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগের পরিচালক এ তথ্য নিশ্চিত করছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এদিকে ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, বুধবার সিরিয়ায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলায় ২২০ জন নিহত হয়েছে।
আইএস এক বিবৃতিতে জানিয়েছে, তারা বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে এবং সুবাইদার প্রাদেশিক রাজধানীতে সমন্বিত হামলা চালিয়েছে। তারা এই দিন আত্মঘাতি হামলাও চালায়।
জানা গেছে, বুধবার সিরীয় সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইশ’ মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এদিকে, ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার সুবাইদা শহর, রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর ও পূর্বাঞ্চলীয় বেশ কিছু গ্রামে হামলা হয়েছে।
সংস্থাটি জানায়, সিরিয়ায় গৃহযুদ্ধের সাত বছরে একদিনে এত মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।
সূত্র: রয়টার্স, ফক্স নিউজ