- Lohagaranews24 - https://lohagaranews24.com -

সারা দেশের ন্যায় লোহাগাড়াও বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে : ড. নদভী এমপি

19

এলনিউজ২৪ডটকম : বর্তমান সরকারের আমলে বিভিন্ন সূচকে লোহাগাড়ায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা, যোগাযোগ, সমাজসেবা, স্বাস্থ্য বিভাগের অনুকরণীয় উন্নয়ন আজ চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি অভাবনীয় উন্নয়নের ফলে উপজেলায় কোন চুরি-ডাকাতি নেই। মাদক প্রায় নিচ্ছিন্ন হয়ে গেছে। ৯ জানুয়ারী লোহাগাড়ায় ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী উপরোক্ত কথা বলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমানের সভাপতিত্বে উন্নয়ন মেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার।

বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার), উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হানিফ, পল্লী বিদ্যুৎ লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম বেলায়েত হোসেন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাছান, লোহাগাড়া ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট ও উপজেলা তথ্য কেন্দ্রের মোঃ সাইফুল প্রমুখ।

প্রধান অতিথি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন বিভাগ ও লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়ন স্টল স্থাপন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. নদভী আরো বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রাক্কালে এ মেলা অত্যন্ত অর্থবহ। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ আজ অগ্রগামী।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, তিন দিনব্যাপী মেলায় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সুধী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।