- Lohagaranews24 - https://lohagaranews24.com -

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাতকানিয়ায় বিক্ষোভ

খোদ সচিবালয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি চুরির অপবাদ দিয়ে দেশের শীর্ষস্হানীয় পত্রিকা প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে সাড়ে পাঁচ ঘন্টা আটকে রেখে হেনস্তা করার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের সংবাদকর্মীরা। বুধবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া কেরাণীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে সমাবেত হয়ে গণমাধ্যম কর্মীরা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্হার তীব্র প্রতিবাদ সহ নিঃশর্তে মুক্তির দাবী জানান।

এসময় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মামুন মুহাম্মদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিনিধি সুকান্ত বিকাশ ধর, গাজী টেলিভিশন (জি টিভি) প্রতিনিধি হারুন অর রশীদ, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি আবদুল আউয়াল জনি, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মনজুর আলম সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের উপর হামলা এটি খুবই নিন্দনীয়। সরকার এবং গণমাধ্যমকে মুখোমুখি করা সরকারি আমলাদের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, সরকারের কল্যাণের স্বার্থে প্রতিবেদন গুলো প্রচার করেছেন। তথ্য জোগাড় করতে গিয়ে অফিসিয়াল সিক্রেট এ্যাক্টের মামলায় নিপিড়নমুলক আইনে আসামী হয়ে কাশিমপুর কারাগারে বন্দী আছেন দাপুটে এই সাংবাদিক। এটি জাতীর জন্য বড়ো দুঃসংবাদ।

বিক্ষোভ সমাবেশে সংবাদকর্মীদের মুখে মুখে ছিল রোজিনা ইসলামের মুক্তির দাবী। স্বাধীন গ্রহণযোগ্য তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করার দাবীও তুলেন গণমাধ্যম কর্মীরা।

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারী স্বাস্হ্য মন্ত্রনালয়ের উপ-সচিব কাজী জেবুন্নেছা সহ দোষী কর্মকর্তাদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে চট্টগ্রামের প্রতিবাদী সংবাদকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি