Home | উন্মুক্ত পাতা | সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই

41

মোঃ নুর বক্স : আজকের শিক্ষার্থী আগামী রাষ্ট্র নায়ক। দেশের বহু শিক্ষা প্রতিষ্টানে সেই শিক্ষার্থী অসন্তোষে জর্জরিত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে বহু শিক্ষাঙ্গন। শিক্ষাঙ্গনে দলীয় যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। অস্ত্রের ঝনঝনানিতে শিক্ষাঙ্গনে পড়ালেখার কোন পরিবেশ নাই। ফলে দুর্ভোগের শিকার ছাত্র সমাজ।তেমনি উদ্বিগ্ন অভিবাকগন। বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় ও মদদ পৃষ্ট ছাত্রনামধারী মুষ্টিমেয় ব্যক্তি এর জন্য দায়ী। প্রশাসনিক দূর্বলতা এর অন্যতম কারণ হতে পারে। এর ফলে সন্ত্রাসীরা বেশি করে সুযোগ পাচ্ছে। ফলে নষ্ট হচ্ছে সুষ্ট শিক্ষাঙ্গন।এটা অবিলম্ব বন্ধ হওয়া দরকার না হলে চরম সমস্যার সম্মুখীন হতে হবে ছাত্রসমাজের। জাতির জীবনে নেমে আসবে সর্বনাশা। আজকের ছাত্ররাই আগামী দেশের কর্ণধার।ফলে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী মেনে নেওয়া যায় না।এ জন্য প্রয়োজন দলমত নির্বিশেষে সকলকে কঠোর হস্তে শিক্ষাঙ্গনের সন্ত্রাস দমন করা।এতে প্রশাসনসহ দেশের সমস্ত নাগরিককেই সচেতনভাবে এগিয়ে আসতে হবে।আসুন আমরা সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন করি।

লেখক : শিক্ষার্থী, বিবিএ (অনার্স) ১ম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, বান্দরবান সরকারি কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!