এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা শ্রী লক্ষী পদ পাল (৪০) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ধোয়া পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লক্ষী পদ পাল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের পাল পাড়ার মৃত দু:খ পালের পুত্র।

পুলিশ জানায়, ২০১৯ সালের একটি মাদক মামলায় তার দুই বছরের সাজা হয়। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।