- Lohagaranews24 - https://lohagaranews24.com -

শীতের ছোঁয়া

56

____ওয়ারদাতুল জিনান____

কৃষ্ণ হিমেল শীতের হাওয়া
লাগল গাছের পাতায়,
শিরশিরিয়ে ঝরছে পাতা
গভীর মাদকতায়!
শিশিরবিন্দু মুক্তোদানা
জমেছে ঘাসের ডগায়,
লাগল বাগে সুখের দোলা
হলুদ বরণ গাঁদায়।
খেজুর গাছে কলসি বাঁধা
জমছে রস- এর তলায়,
সরষে ফুলে হলদে ছোঁয়া
মৌমাছি গীত গায়।
পিঠেপুলি, চিতল, ভাপা
পড়েছে হিড়িক গাঁয়,
বিন্নি ভাত আর মাংস ভুনা
কে না খেতে চায়?
লিখল চিঠি হিম-কুয়াশা
গাছের সবুজ পাতায়,
পত্র পেয়ে অতিথি পাখিরা
আসলো শ্যামল গাঁয়।
কুয়াশা ঢাকা সকালবেলা
শুভ্র শিউলিতলায়,
গাঁথতে মালা ছেলেমেয়েরা
শিউলিফুল কুড়ায়।
শীতঋতুতে ডালাভরা
পাকা ফসল পাই,
পুড়িয়ে পাতা, খড়কুটা
গাঁয়ে আগুন পোহায়।
উড়কি ধানের মুড়কি ভাজা
খেতে যে মন চায়,
শীতের ছোঁয়া, শিশিরধোয়া
কাঁপুনি ধরে গায়।