লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। অসহায়, গরীব, পথশিশু, দিনমজুর মানুষজন তীব্র শীতে গরম কাপড়ের অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমার সাধ্যমত উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র করে যাচ্ছি। এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের পাশে দাড়াঁনোর আহ্বান জানান।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চায় আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ দাখিল মাদরাসার মাঠে মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ এলাকার কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারিশ্চা আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা যুবলীগ নেতা জাফর আহমদ, মক্কা আওয়ামী পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা শাখার সভাপতি আ.স.ম দিদারুল আলম, নিসচা’র উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল সাইম, মমতাজ উদ্দিন,মুহাম্মদ ফারুক, মাওলানা আব্দু শুক্কুর, মুহাম্মদ সোহেল ও মুহাম্মদ ছালেহ আহমদ প্রমুখ। -খবর প্রেস বিজ্ঞপ্তির