______ফিরোজা সামাদ ______
অভিমানে ঝরছে শরত পাঁজর ভাঙ্গা কান্না,
দালান কোঠা রাস্তা ভিজে বইছে পানির বন্যা !!

বরষা এসে শান্তনা দেয় বলে আমি অগ্রজ,
তাইতো তুমি আমার কাছে সদাই থাকো সবুজ !!
তোমায় আমি ভিজিয়ে দিয়ে করছি বৃষ্টি স্নাত ,
যাওয়ার বেলায় আর কেঁদনা মনকে করো শান্ত !!
আদরে আদরে ভরিয়ে দিয়ে আমি ফিরে যাই,
আবার এসো বছর পরে দেখা হবে ভাই !!
দেখা হবে তোমার সাথে সে তো চিরন্তন,
অভিমানে আর থেকোনা বিদায় নাও এখন !!
বলছে শরতঃ
যাওয়ার সময় আমার মতো আমায় থাকতে দাও,
অতিরিক্ত বৃষ্টি ঝরে কেন যে জ্বালাও ?
না জানিয়ে হঠাৎ আসো অনাহুতের মতো,
ঝড় কে নিয়ে এসে তুমি করছ ক্ষতি কতো !!
তোমার জ্বালায় অতিষ্ঠ সব।জন মানবকূল,
সময় জ্ঞান নেই যে তোমার যতো নষ্টের মূল !!
যেতে চাই গো মন আনন্দে শিশির ভেজা চোখে,
কাশফুল কন্যার পেলব ছোঁয়া আমার গায়ে মেখে !!
ঝড়ের সাথে হাত মিলিয়ে করলে ক্ষতি তার,
তোমার সাথে আর তো কোনো সখ্যতা নেই অামার !!