- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়া শিশু সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

70154887_2485357691746628_4668536773947686912_n

লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছ্বল পরিবারের শিশু শিক্ষার্থীদের নিয়ে গঠিত লোহাগাড়া শিশু সাহিত্য পরিষদ-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় বটতলী মোটর ষ্টেশনস্থ এ.রহমান মার্কেটের সংগঠন কার্যালয় চত্বরে অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের উপদেষ্টা সদস্য ও আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক শব্বির আহমদ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রভাষক ডাঃ সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন। গেষ্ট অব অনার ছিলেন সাংবাদিক সাত্তার সিকদার।

বিশেষ অতিথি ছিলেন হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোবারক আলী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আধুনগর ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। সংগঠনের উপদেষ্ঠা সদস্য সাংবাদিক এম.এম.আহমদ মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক শাহাদৎ হোসেন সাগরসহ অন্যান্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন সাহিত্যের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে স্ব-স্ব জীবনকে যেন সুন্দর ও সার্থকভাবে গড়ে নেয়। এব্যাপারে প্রত্যেক শিক্ষার্থীসহ তাঁদের অভিভাবকদেরকে সজাগ থাকার আহ্বান জানান। সভাশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর স্মৃতি স্মারক “আলোর শিখা” স্মরণিকা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। -খবর প্রেস বিজ্ঞপ্তির