ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়া বণিক সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

লোহাগাড়া বণিক সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

লোহাগাড়া বণিক সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। তিনি সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করারন।

লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু।

বিশেষ অতিথি ছিলেন মোস্তাফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন। সমিতির অর্থ সম্পাদক সাংবাদিক সাত্তার সিকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিনসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ২০২০ সালের প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা ২০২১ সালে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারির ধাক্কা সামলে নিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনও গ্রামীণ অর্থনীতি চাঙা রয়েছে। প্রবাসী আয় দ্রুত গতিতে বাড়ছে। রফতানি আয় বাড়ছে। মেগা প্রকল্পে গতি এসেছে। সংকটে থাকা শেয়ারবাজার এখন প্রাণ খুঁজে পেয়েছে। ব্যাপক বিনিয়োগের জন্য পর্যাপ্ত রয়েছে টাকা ব্যাংকের কাছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!