
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের ভূজপুর থানার সেতছড়া এলাকার আবদুল মালেকের পুত্র জাহাঙ্গীর আলম (২৫), কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ হ্নীলা লেদা পশ্চিম পাড়ার আনিসুর রহমানের পুত্র মো. নুরু (২০) ও মহেশখালী থানার মাতারবাড়ি মাইজ পাড়ার মৃত মোস্তাক আহমদের পুত্র মো. কাউছার (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলে তল্লাশী করে অন্যদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ১০ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।