Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় শাপলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’র শুভ উদ্বোধন

লোহাগাড়ায় শাপলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’র শুভ উদ্বোধন

28879485_1606181159435938_966880623_o

উপজেলার বটতলী মোটর ষ্টেশনের পুরাতন বিওসিতে গত ৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে শাপলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’র শুভ করা হয়েছে। ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত বাংলাদেশের চেয়ারম্যান নূর মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, কলামিষ্ট মোহাম্মদ হোসেন, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের ইনসটেক্টর মোহাম্মদ আকতার, ইনসটেক্টর বিজিবি মোঃ নাছির, অধ্যাপক ছরওয়ার কামাল, কবি মোহাম্মদ সোলাইমান ও মাষ্টার মোঃ ইউনুছ। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!