- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাজাসহ যুবক গ্রেফতার

198

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ এক যুবককে গ্রেফতার করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত আড়াইটায় বটতলী মোটর ষ্টেশন থেকে তাকে গ্রেফতার ও একইদিন সকাল ১০টায় থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকের হোসাইন মাহমুদ।

গ্রেফতার মোঃ খোরশেদ আলম (২২) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি হাছির পাড়ার মৃত ইদ্রিস সওদাগরের পুত্র।

থানা সূত্রে জানা যায়, র‌্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৪ পিচ ইয়াবা ও ৬৩ পুরিয়া গাজাসহ এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।