এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজান হিন্দুরহাট এলাকায় ‘কলাউজান কিন্ডার গার্ডেন ইনষ্টিটিউট’র বারান্দ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে এ যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক আবু সুফিয়ান (৩৮) উপজেলার উত্তর কলাউজান সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের পুত্র ও ৩ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা স্কুলে আসলে এক যুবকের লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে থানা পুলিশে খবর দেয়। স্থানীয়রা ধারণা করছেন, কে বা কারা তাকে পরিকলিপ্তভাবে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহতের ছোট ভাই আবু তালেব জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সে বাড়িতে ছিল। রাতে বাড়িতে আসায় সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখোজি করা হয়। সকালে জানতে পারি কে বা কারা তার ভাইকে হত্যা করে কিন্ডার গার্ডেনের বারান্দায় ফেলে রেখেছে।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।