
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে অভিরঞ্জন বড়ুয়া (৩৩) নামে এক মাদককারবারীকে ৫শ টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিরঞ্জন বড়ুয়া একই এলাকার মৃত সুধাংশু বড়ুয়ার পুত্র।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, মাদকদ্রব্য ব্যবহার, বিক্রয় ও সরবরাহ করে সামাজিক শান্তি বিনষ্ট করার অপরাধে অভিরঞ্জন বড়ুয়া নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। পরে মাদকদ্রব্য গুলো নষ্ট করে দেয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।