এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথকভাবে দুঃস্থ অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘স্বপ্ন’, ‘আগামী চট্টগ্রাম’ ও ‘লোহাগাড়া ফাউন্ডেশন চট্টগ্রাম’ এ শীতবস্ত্র বিতরণ করে। গত ১৮ ও ১৯ জানুয়ারি পৃথকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করেন।
গত শুক্রবার সামাজিক সংগঠন ‘স্বপ্ন’, ‘আগামী চট্টগ্রাম’র উদ্যোগে শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম. ইব্রাহিম কবির, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মানিক, সংগঠনের সভাপতি জামিউল ইসলাম (মামুন), অর্থ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, নির্বাহী সদস্য ওমর সাকিব, শাহাদত রুকন ও তৃষ্ণা দেব।

গত শনিবার ‘লোহাগাড়া ফাউন্ডেশন চট্টগ্রাম’র উদ্যোগে উপজেলার চুনতি, আধুনগর, বড়হাতিয়া ও চরম্বা ইউনিয়নে দুঃস্থ অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মুহাম্মদ শাহ আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মুজাহিদ বিন আলম কাইছার, সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিন, নির্বাহী সদস্য এম. ইব্রাহিম কবির, নাছির উদ্দিন, মাওলানা নুরুল আবছার, মুহাম্মদ মুহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা বাহাদুর চৌধুরী, শাহীন খানম, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, নেছার আহমদ, জাহাঙ্গীর আলম ও মমতাজ উদ্দিন প্রমুখ।
এম. ইব্রাহিম কবির বলেন, লোহাগাড়ার একজন দুঃস্থ অসহায়ও এ শীতে শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। দুঃস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। তিনি লোহাগাড়ার সকল বিত্তবানদের দুঃস্থ অসহায় শীতার্থদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।