এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি হাছির পাড়ায় অস্বাস্থ্যকরভাবে পশু জবাই করে পরিবেশ দূষণ ও জনদূর্ভোগের অভিযোগে এক কসাইখানার মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদ্মাসন সিংহ।
জানা যায়, গত সনের ১৫ ডিসেম্বর স্থানীয়রা লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন জনৈক কবির আহমদ প্রকাশ বান্টু সওদাগর প্রতিদিন লোকালয়, মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার পাশে অস্বাস্থ্যকরভাবে কসাইখানায় বেশ কয়েকটি গরু, ছাগল ও মহিষ জবাই করে আসছে। ফলে নাড়ি-ভূড়ির দুর্গন্ধে মসজিদে নামাজ আদায় ও এলাকায় বসবাস দুস্কর হয়ে পড়েছে। এছাড়া কসাইখানা সংলগ্ন বোয়ালিয়াখালে পশুর উৎছিষ্ট অংশ ফেলে পানি ও বায়ু দূষিত করছেন। ইউএনও অভিযোগটি উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীকে সরেজমিন পরিদর্শন পূর্বক তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। তিনি গত সনের ২৯ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান ও ৮ জানুয়ারি ইউএনও বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ফলে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী জানান, তদন্ত প্রতিবেদন পাবার পর অস্বাস্থ্যকরভাবে পশু জবাই করে পরিবেশ দূষণ ও জনদূর্ভোগের অভিযোগে কবির আহমদ প্রকাশ বান্টু সওদাগরকে পেনাল কোড ১৮৬০ সালের ২৬৯ ধারায় ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়া জনদূর্ভোগ রোধে যা যা করণীয় করবেন ও স্বাস্থ্য সম্মত কসাইখানা স্থাপনের অঙ্গীকার করায় বান্টু সওদাগরকে ছেড়ে দেয়া হয়েছে।
এ সময় সাথে ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী ও ভূমি অফিসের পেশকার সমির চৌধুরী।