- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়ায় ধানক্ষেত পাহারা দেয়ার সময় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ধানক্ষেত পাহারা দেয়ার সময় বন্যহাতির আক্রমণে আবদুল খালেক (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাম্বাশিয়র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক আবদুল খালেক একই ওয়ার্ডের আশকর আলী পাড়ার মৃত ওমর আলীর পুত্র ও ৪ সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় রোপনকৃত ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন কৃষক আবদুল খালেক। এ সময় তিনি একদল বন্যহাতির আক্রমণের শিকার হন। হাতির দল পা দিয়ে তার মাথা থেঁতলে দেয়। এতে কৃষক আবদুল খালেক ঘটনাস্থলে প্রাণ হারান। ঘটনার কিছুক্ষণ পর হাতির দল ঘটনাস্থল ত্যাগ করে। পরে নিহত কৃষকের লাশ উদ্ধার করা হয়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহত কৃষকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।